শপথগ্রহণ করছেন নতুন মন্ত্রিগণ (ছবি: সংগৃহীত)
নতুন মন্ত্রিসভার সদস্যগণ বঙ্গভবনে শপথগ্রহণ করেছেন। রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন মন্ত্রিসভার ৩৬ সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এর আগে শপথগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রিপরিষদ সচিব বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী প্রথমে সরকারের মন্ত্রী, পরে পর্যায়ক্রমে প্রতিমন্ত্রী পদে নবনিয়োগ প্রাপ্তদের নাম পাঠ করেন।
মন্ত্রিপরিষদ সচিব শপথগ্রহণের জন্য নবনিযুক্ত মন্ত্রিগণকে শপথ গ্রহণ করার জন্য অনুরোধ জানান। এ সময় নবনিযুক্ত মন্ত্রিগণ তাদের আসন থেকে উঠে এসে দরবার হলের সামনে ডান দিকে শপথগ্রহণের জন্য নির্ধারিত স্থানে দাঁড়ান। মন্ত্রিগণকে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাগণ প্রয়োজনীয় সহায়তা করেন। এরপর মন্ত্রিপরিষদ সচিব রাষ্ট্রপতিকে নবনিযুক্ত মন্ত্রিগণকে শপথ বাক্য পাঠ করানোর জন্য সবিনয় অনুরোধ জানালে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান।
শপথ শেষে মন্ত্রিগণকে দরবার হলের ডান দিকে রক্ষিত চেয়ারে বসে শপথনামায় স্বাক্ষর করেন। শপথনামা স্বাক্ষর শেষে মন্ত্রিগণ তাদের নির্ধারিত আসনে ফিরে যান।
মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন যারা:
আ. ক. ম. মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, আসাদুজ্জামান খান কামাল, ডা. দীপু মনি, মো. তাজুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, আবুল হাসান মাহমুদ আলী, আনিসুল হক, ড. হাছান মাহমুদ, মো. আব্দুস শহীদ, সাধন চন্দ্র মজুমদার, র. অ. য. উবায়দুল মোকতাদির চৌধুরী, মো. আব্দুর রহমান, নারায়ণ চন্দ্র চন্দ, আব্দুস সালাম, মহিবুল হাসান চৌধুরী, ফরহাদ হোসেন, মো. ফরিদুল হক খান, মো. জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান, ইয়াফেস ওসমান, সামন্ত লাল সেন।
সবশেষে মন্ত্রিপরিষদ সচিব শপথগ্রহণের জন্য নবনিযুক্ত প্রতিমন্ত্রিগণকে শপথ গ্রহণ করার জন্য অনুরোধ জানান। এ সময় নবনিযুক্ত প্রতিমন্ত্রিগণ তাদের আসন থেকে উঠে এসে দরবার হলের সামনে ডান দিকে শপথগ্রহণের জন্য নির্ধারিত স্থানে দাঁড়ান। প্রতিমন্ত্রিগণকে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাগণ প্রয়োজনীয় সহায়তা করেন। এরপর মন্ত্রিপরিষদ সচিব রাষ্ট্রপতিকে নবনিযুক্ত প্রতিমন্ত্রিগণকে শপথ বাক্য পাঠ করানোর জন্য সবিনয় অনুরোধ জানালে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান।
আরও পড়ুন:- বঙ্গভবনে শপথ নিলেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার ৩৬ সদস্য
শপথ শেষে প্রতিমন্ত্রিগণকে দরবার হলের ডান দিকে রক্ষিত চেয়ারে বসে শপথ নামায় স্বাক্ষর করেন শপথনামা স্বাক্ষর শেষে প্রতিমন্ত্রিগণ তাদের নির্ধারিত আসনে ফিরে যান।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন যারা:
বেগম সিমিন হোসেন (রিমি), নসরুল হামিদ, জুনাইদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, মো. মহিববুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী, জাহিদ ফারুক, কুজেন্দ্র লাল ত্রিপুরা, রুমানা আলী টুসি, শফিকুর রহমান চৌধুরী, আহসানুল ইসলাম (টিটু)।
স্বাক্ষর শেষে প্রতিমন্ত্রিগণ তাদের জন্য নির্ধারিত আসনে ফিরে যাবেন।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হওয়ার পর মন্ত্রিপরিষদ সচিব সবাইকে চা-চক্রে অংশগ্রহণের জন্য সকলকে আমন্ত্রণ জানান।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পীকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি ও মন্ত্রিপরিষদের সদস্যদের সাথে করে বঙ্গভবন মাঠে প্রস্তুতকৃত ভিভিআইপি এনক্লোজারে গমনপূর্বক আপ্যায়নে অংশগ্রহণ করেন। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যবৃন্দ ভিভিআইপি এনক্লোজারে অবস্থান করেন। অন্যান্য অতিথিগণ বঙ্গভবন মাঠে নির্মিত রাব-হলে গমনপূর্বক আপ্যায়নে অংশগ্রহণ করেন।
বাংলাবার্তা/এসএ/আরএস