সাংবাদিকদের সাথে কথা বলছেন নতুন স্বাস্থ্যমন্ত্রী (ছবি: সংগৃহীত)
প্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই প্রথম লক্ষ্য জানিয়ে নতুন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেন, এটা করতে পারলে ঢাকা শহরে শুয়ে (ফ্লোরে) চিকিৎসা নিতে হবে না।
স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতির বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি চেষ্টা করবো। দুর্নীতির বিষয়ে আমার জিরো টলারেন্স নীতি থাকবে।
রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে প্রথম কর্মদিবসে গণমাধ্যমকর্মীদের সাথে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন:- সাজার বিরুদ্ধে আমানউল্লাহর আপিল শুনানি শুরু
মন্ত্রী বলেন, আমি প্রত্যেকটা হাসপাতালে যাব। কী কী সমস্যা আছে তা জানার চেষ্টা করবো। এরপর একটা কর্মপরিকল্পনা তৈরি করব। একটি মেডিকেল কলেজ খুললেই হবে না। সেখানে পর্যাপ্ত চিকিৎসকসহ অনেক কিছুই লাগবে।
গ্রামে ডাক্তাররা থাকেন না কেন সেটার কারণ বের করতে হবে। তাদের সঙ্গে কথা বলে আমি ব্যবস্থা নেব বলেও জানান মন্ত্রী।
বাংলাবার্তা/এসএ