আয়ান আহমেদ। বাংলা বার্তা
সুন্নতে খতনায় শিশু আয়ানের (৫ বছর) মৃত্যুর রেশ ধরে ইউনাইটেড হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি প্রকাশ পাওয়ায় প্রতিষ্ঠানটি বন্ধের নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের। রোববার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আবু হোসেন ও মো. মঈনুল আহসান এ নির্দেশ দেন।
নির্দেশ বলা হয়, কিছুদিন আগে ইউনাইটেড হাসপাতালে ৫ বছরের শিশু আয়ান আহমেদের মৃত্যুতে তার বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) নেতৃত্বে বুধবার (১০ জানুয়ারি) হাসপাতালটি পরিদর্শন করা হয়। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ লাইসেন্স দেখাতে পরেনি। অনলাইন ডাটাবেজের কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা যায়, এই হাসপাতাল নামে কোন প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তরের নিকট নিবন্ধন/লাইসেন্স এর জন্য কখনোই অনলাইন আবেদন করেনি।
এই হাসপাতালটি নিবন্ধন/ লাইসেন্স না নিয়েই চিকিৎসা সেবা নির্মাণাধীন ভবনে পরিচালনা করে করছে যা আইনের পরিপন্থী।
উল্লেখ্য, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সুন্নতে খতনার জন্য এই হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি বেসরকারি স্কুলের শিক্ষার্থী শিশু আয়ানকে। এ সময় তাকে ফুল অ্যানেস্থেসিয়া দিয়ে খতনা করা হয়। পরে অপারেশনের কয়েক ঘণ্টা পরও জ্ঞান না ফিরলে আয়ানকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়। সেখানে ৮ দিন লাইফ সাপোর্টে থাকার পর রোববার (৭ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সোমবার তাকে রূপগঞ্জে দাফন করা হয়।
বাংলাবার্তা/এআর