শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা ৪র্থ বারের মত সরকার প্রধান হিসেবে ক্ষমতা গ্রহণের পর সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন।
সোমবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী এক মিনিট নিরবে দাঁড়িয়ে থাকেন। পর পরিদর্শন বইয়ে সই করেন।
শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা জানান নতুন মন্ত্রিসভার সদস্যরা।
এর আগে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে টানা চতুর্থবারের ও পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একই সাথে নতুন সরকারে গঠিত নতুন মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রীও শপথগ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন।
বাংলাবার্তা/এআর