সংসদ অধিবেশন (পুরনো ছবি)
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি। এ দিন থেকে অধিবেশন শুরু করার আহবান করেছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন।
সোমবার (১৫ জানুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্যে জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত করার আহবান জানানো হয়। এটি নতুন বছরের প্রথম অধিবেশন।
এ অধিবেশনেই নির্বাচন করা হবে সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। এছাড়া বিরোধী দলের দায়িত্বে কোন দল বা জোট থাকবে সেটিও নির্ধারণ করা হবে।
বাংলাবার্তা/এসএ