আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ছবি: সংগৃহীত)
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার শুরুর নির্ধারিত তারিখ জানা গেল। এ মেলার ২৮তম আসর আগামী ২১ জানুয়ারি শুরু হবে। এ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলা উদ্বোধন করবেন।
সোমবার (১৫ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মেলা উদ্বোধনের নির্ধারিত তারিখ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ঠিক করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর এ মেলা মাসব্যাপী চলবে।
ইপিবি সূত্রে জানা গেছে, স্টল বরাদ্দ, প্রধান ফটক, টিকিটিং বুথ নির্মাণসহ সব খাতের টেন্ডার প্রক্রিয়া শেষ পর্যায়ে। তবে গেল বছরের তুলনায় এবার স্টলের ভাড়া বাড়ানো হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে সব স্টল বরাদ্দ শেষ হবে।
এবারের বাণিজ্যমেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপালসহ বিভিন্ন দেশ অংশ নেবে। পণ্য প্রদর্শনের পাশাপাশি দেশীয় পণ্য রপ্তানির বড় বাজার খোঁজার লক্ষ্য রয়েছে এতে।
১৯৯৫ থেকে শুরু হয়ে ২০২০ সাল পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্যমেলা অনুষ্ঠিত হয়েছে শেরেবাংলা নগরে। এর মধ্যে মহামারি করোনা ভাইরাসের কারণে ২০২১ সালে এ মেলা হয়নি। পরের বছর করোনার বিধি নিষেধের মধ্যদিয়ে মেলা ঢাকা থেকে নিয়ে যাওয়া হয় পূর্বাচলে বিবিসিএফইসিতে।
এরপর থেকে প্রতি বছর পূর্বাচলে বাণিজ্যমেলা অনুষ্ঠিত হয়। তবে প্রতি বছর জানুয়ারির প্রথম তারিখ থেকে এ মেলা শুরু হলেও এ বছর ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে নির্ধারিত সময় শুরু হয়নি। নির্বাচনের পরে মেলা শুরুর নির্ধারিত তারিখ ঠিক করা হয়।
বাংলাবার্তা/এসএ