করোনার চতুর্থ ডোজ। বাংলা বার্তা
২০২৪ সালে করোনা সংক্রমণ রোধে এক কোটি ২৫ লাখ মানুষকে করোনার ৪র্থ ডোজ দেওয়া হবে বলে জানিয়েছে নবনির্বাচিত স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য বিষয়ক সাংবাদিকদের সংগঠন হেলথ রিপোর্টাস ফোরামের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই শীতে করোনা বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে জনসমাগম এড়িয়ে চলতে হবে। সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে।
সামন্ত লাল সেন করোনা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতসহ কয়েকটি দেশে করোনার নতুন ধরন শনাক্ত ও সংক্রমণ হয়েছে। আমাদের সবার এখনি সচেতন হতে হবে।
তিনি বলেন, দুই বছরে আড়াই কোটি মানুষকে চতুর্থ ডোজ দেওয়া হবে।
মন্ত্রী বলেন, শিশু আয়ানের মৃত্যু খুবই দুঃখজনক ঘটনা। আয়ানের মৃত্যুর ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যতটুকু জানি আগামিকালই আয়ানের মৃত্যুর ঘটনা গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দিবে। চিকিৎসায় যদি কোন অবহেলা থাকে তাহলে কোন ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, আমি নিজেও লাইসেন্সবিহীন হাসপাতালের ভুক্তভোগী। সুতরাং আমি কখনই এ বিষয়ে ছাড় দিব না। আপনারা জানেন, ইতিমধ্যে আমি বলেছি দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান থাকবে, তেমনি অনুমোদন বিহীন হাসপাতালের ব্যাপারেও ছাড় দেয়া হবে না।
বাংলাবার্তা/এআর