সাংবাদিকদের সাথে কথা বলছেন পিটার ডি হাস ( ছবি: বাংলাবার্তা)
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের মধ্যদিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এগিয়ে নিতে একমত বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।
বুধবার (১৭ জানুয়ারি) নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
পিটার হাস বলেন, বৈঠকে বিশেষ করে নিরাপত্তা, প্রতিরক্ষা, বিনিয়োগ, বাণিজ্য, রোহিঙ্গা ও জলবায়ু ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, আগামীদিনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও সুদৃঢ় করতে উভয় দেশ একসাথে কাজ করবে। বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ নিয়েও কথা হয়েছে বলেও জানান তিনি।
হাস বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি, যাতে আমরা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারি।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ হবে: পলক
তিনি বলেন, পারস্পরিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে আমরা কীভাবে কাজ করবো, তা নিয়েও কথা হয়েছে। যেমন, জলবায়ু পরিবর্তন, ব্যবসায়িক সুযোগ-সুবিধা বাড়ানো ও রোহিঙ্গা সংকট। আমাদের সম্পর্ককে আরও এগিয়ে নিতে ভবিষ্যতে আমরা একসঙ্গে কাজ করবো।
বাংলাবার্তা/এআর/এসএ