জুনায়েদ আহমেদ পলক (ছবি: বাংলাবার্তা)
টেলিটক থেকে অনিয়ম ও দুর্নীতি দূর করা হবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
তিনি বলেন, ইন্টারনাল আইটি ও ফাইন্যান্সিয়াল প্রতিবেদন আমার লাগবে, যেটা হবে এক্সক্লুসিভ ও ক্লাইসিফায়েড। টেলিটককে লাভজনক করতে দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে কাকে হায়ার ও ফায়ার করতে হবে তা ইনস্ট্যান্ট করতে হবে। সৎ, স্বচ্ছ্ব ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে টেলিটকের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিটককে লাভজনক করার আল্টিমেটাম দিয়ে পলক বলেন, ফাইভ-জির স্পেকট্রাম পেলেও টেলিটক জনগণকে হতাশ করেছে। টেলিটক পরীক্ষামূলক ফাইভ-জি রোলআউট করেছে। সেই স্পেকট্রামটা আপনাদের দিয়েছি। এই বিশেষ সুযোগ সুবিধা নিয়ে তো টেলিটককে এগুতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রথম টেলিটকই সবার আগে পেয়েছিলো। এই সংযোগ পেতে মানুষ লাইন ধরেছিলো। কিন্তু সেখান থেকে আমরা অনেকটাই জনগণকে হতাশ করেছি। তাই আগামী জুনের মধ্যে যত কঠোরই হোক না কেন, আমরা কঠোর হবো। আমরা কারো মুখের দিকে তাকাবো না, কোনো ব্যক্তি বা সিন্ডিকেটের প্রভাব থাকবে না। কী কারণে কোন স্বার্থে তারা এসব করতে চায় সে বিষয়ে আমি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করবো। এখানে সংশোধনের কোনো সুযোগ নেই, শাস্তি দেওয়া হবে।
আরও পড়ুন: সততার প্রশ্নে জিরো টলারেন্স, লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হতেই হবে: পলক
পূর্ব নির্ধারিত স্থানে বৈঠক না করে বুধবার গুলশানে টেলিটকের কার্যালয়ের সভা কক্ষে প্রথম বৈঠক করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বাংলাবার্তা/এসএ/এএইচ