ডিএনসিসি। ছবি : সংগৃহীত
দিনে দিনে রাজধানীতে তাপমাত্রা-বায়ুদূষণ বেড়েই চলেছে। আর এই তাপমাত্রা ও বায়ুদূষণ রোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) তার এলাকায় গবেষণার মাধ্যমে কারণ ও সম্ভাব্য করণীয় খুঁজে বের করার জন্য ৩টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিষ্ঠান তিনটি হল: ১. সেন্টার ফর অ্যাটমসফরিক পলিউশন স্টাডিজ, ২. ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ৩. ঢাকা নর্থ কমিউনিটি টাউন ফেডারেশন।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশান-২ নগর ভবন হলরুমে ২য় পরিষদের ২৫ তম কর্পোরেশন সভায় Baseline Study on the Role of Vegetation in Reducing Temperature and Air Pollution: A study in Informal Settlement of Dhaka North City Corporation শীর্ষক কার্যক্রম পরিচালনার জন্য তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।
মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, রাজধানীতে দিন দিন তাপমাত্রা বেড়েই চলেছে। আর এখন বায়ুদূষণ আগের যে কোনো দিনের চেয়ে অনেক বেশি। ইতিমধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি। যা তাপমাত্রা কমাতে ও বায়ুদূষণ রোধে ভূমিকা রাখবে।
সভা শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সদ্য বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাকে বিদায় সংবর্ধনা এবং নবযোগদানকৃত প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলমকে অভ্যর্থনা জানানো হয়।
বাংলাবার্তা/এআর/এসএ