আইনমন্ত্রী আনিসুল হক (ছবি: সংগৃহীত)
সংসদ সদস্যদের সংখ্যা নিয়ে বিভ্রান্ত চড়ানো হচ্ছে উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিরা শপথ নিলেও সংসদে তারা কার্যভার গ্রহণ করার পর এমপি হিসেবে বিবেচিত হবেন।
তিনি বলেন, যারা বলছে বর্তমানে সংসদে ৬৪৮ জন সংসদ সদস্য রয়েছে। তারা সাংবিধানিক ব্যাখ্যা করছেন না। রাজনৈতিক উদ্দেশ্যে এ কথা বলছেন। জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে এসব বলছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
শপথগ্রহণ আর কার্যভার গ্রহণ এক নয় জানিয়ে আইনমন্ত্রী বলেন, যখন কার্যভার গ্রহণ করবে তখন এমপি হবে। গেজেট হয়েছে, গেজেটের কথা লেখা আছে সংবিধানে কিন্তু কার্যভারের কথা লেখা নেই।
বাংলাবার্তা/এসএ