প্রধানমন্ত্রীর ৭ উপদেষ্টা। বাংলা বার্তা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ৭ জন। এদের মধ্যে এবার নতুন করে উপদেষ্টা হয়েছে একজন।
রোববার (২১ জানুয়ারি) নতুন এই উপদেষ্টাদের নাম ও দায়িত্বের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে জানা যায় ।
৭ উপদেষ্টার যে দায়িত্ব:
এক. সজীব ওয়াজেদ জয়। দায়িত্ব : অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা।
দুই. ড. মসিউর রহমান। দায়িত্ব: প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা।
তিন. তৌফিক-ই-ইলাহী চৌধুরী । দায়িত্ব: প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা।
চার. ড. গওহর রিজভী । দায়িত্ব: প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা।
পাঁচ. সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান)। দায়িত্ব: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা।
ছয়. ড. কামাল আবদুল নাসের চৌধুরী। দায়িত্ব: প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা।
সাত. মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। দায়িত্ব: প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা।
উল্লেখ্য, চলতি মাসের ১১ জানুয়ারি (বৃহস্পতিবার) বঙ্গভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বঙ্গভবনে একই সাথে শপথ নিয়েছেন ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী। এ শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
এবার ৩০০ আসনের মধ্যে ভোটগ্রহণ হয়েছে ২৯৯টি। বাদ পড়া আসন হল নওগাঁ-২। ঘোষিত ফলাফল হল ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসন। ১১টি আসন জাতীয় পার্টি পেয়েছে। একটি করে পেয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের কল্যাণ পার্টি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
বাংলাবার্তা/এআর