শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল (ছবি: সংগৃহীত)
সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যবইয়ে শরীফার গল্প নিয়ে সারা দেশে চলছে নানা আলোচনা সমালোচনা। সম্প্রতি শরীফা গল্প নিয়ে বেসরকারি ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব উৎসের একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপর সারা দেশে নতুন করে আলোচনার জন্ম নেয় সপ্তম শ্রেণির শরীফা গল্প। এ বিষয়ে কথা বলছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
তিনি বলেন, শরীফা গল্প নিয়ে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করা হবে। এ বিষয়ে কোনো বিভ্রান্তি থাকলে তা পরিবর্তন হবে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিতর্ক প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা একটি ভিডিও দেখেছি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে পুরো ঘটনা জেনে এরপর তাদের সাথে আলোচনা করবো।
আরও পড়ুন: তীব্র শীতে প্রথমিক বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন
গত ১৯ জানুয়ারি রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক: বাস্তবতা ও ভবিষ্যৎ’- শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব উৎস। সেখানে সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে শরীফা গল্প নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে ওই পাঠ্যবইয়ের শরীফা গল্প এর পাতা ছিড়ে ফেলেন। আসিফ মাহতাবের এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর দেশব্যাপী শুরু হয় নানা আলোচনা।
বাংলাবার্তা/এসএ