মাশরাফি বিন মর্তুজা (ছবি: সংগৃহীত)
ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়। একই সাথে ৫ জন হুইপ নিয়োগের প্রজ্ঞাপনও জারি করা হয়।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে. এম. আব্দুস সালাম স্বাক্ষরিত ২টি আলাদা প্রজ্ঞাপনে এ নিয়োগ জারি করা হয়।
প্রথমে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরীকে চিফ হুইপ হিসেবে নিযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়।
পরবর্তীতে আরেকটি প্রজ্ঞাপনে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাসহ ৫ জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিযুক্ত করা হয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ৭ উপদেষ্টার দায়িত্ব
নতুন নিয়োগ পাওয়া ৫ জন হুইপ হলেন, ইকবালুর রহিম (দিনাজপুর-৩), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২), মো. নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২), সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩) এবং মাশরাফী বিন মুর্তজা (নড়াইল-২)।
বাংলাবার্তা/এসএ