ব্রিটিশ হাইকমিশনারের সাথে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ (ছবি: বাংলাবার্তা)
বাংলাদেশ সরকারের সাথে বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা অংশীদারিত্ব নিয়ে যুক্তরাজ্য কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্য সম্পর্ক আরও শক্তিশালী করার ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেছি। একই সাথে জলবায়ু সংকট, অভিবাসন ও রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভালো বৈঠক হয়েছে। বৈঠকে মানবাধিকার, নির্বাচন ও গণতন্ত্র ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা এসব নিয়ে কাজ করে যাব।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দুদেশের সম্পর্ককে আরও গভীর করার ব্যাপারে আলোচনা হয়েছে। একই সাথে আইসিটি, সাইবার সিকিউরিটি সেক্টর নিয়ে এবং আমাদের মুদ্রাস্ফীতি হার কমানোর ব্যাপারে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে আলোচনা করেছি।
বাংলাবার্তা/এসএ