পবিত্র মক্কায় হাজীরা (ছবি: সংগৃহীত)
চলতি বছরে হজযাত্রীদের নিবন্ধনের সময় বৃদ্ধি করা হয়েছে। আগামী ২৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময় বৃদ্ধি করা হয়। এ সময়ের মধ্যে ২ লাখ ৫ হাজার টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন অথবা নির্ধারিত প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে।
প্রাথমিক নিবন্ধন করা হলে প্যাকেজের অবশিষ্ট মূল্য ২৯ ফেব্রুয়ারির মধ্যে আবশ্যিকভাবে একই ব্যাংকের জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় হজে যাওয়া যাবে না এবং প্রাথমিক নিবন্ধনের সময় প্রদত্ত টাকা ফেরত পাওয়া যাবে না।
আরও পড়ুন: ৪ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি
উল্লেখ্য, সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় থেকে হজ চুক্তির পূর্বেই হজযাত্রীর চূড়ান্ত সংখ্যা জানানোর বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও হজযাত্রী ও হজ এজেন্সির বিশেষ অনুরোধে এর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
বাংলাবার্তা/এসএ/এএইচ