মালাউইয়ের নারী আটক। বাংলা বার্তা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নোমথানডাডজো তোয়েরা সোকো (৩৫) নামের মালাউইয়ের এক নারী যাত্রীকে ৮ কেজি ৩০০ গ্রাম কোকেনসহ আটক করা হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) রাতে এই বিদেশি যাত্রীকে বিমানবন্দর এলাকা থেকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।
গোপন সূত্রে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানতে পারে কোকেনের একটি বড় চালান আফ্রিকা থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট যোগে আফ্রিকান একজন নাগরিকের মাধ্যমে ঢাকায় আসবে ।
এরপর তারা যৌথ অভিযান পরিচালনা করে বিমানবন্দর টার্মিনালের ৮ নং বোর্ডিং ব্রিজ এলাকায়। রাত সাড়ে ৬টার দিকে ফ্লাইট কিউআর-৬৩৮ যোগে মালাউই থেকে আগত যাত্রী কাছ থেকে ৮ কেজি ৩০০ গ্রাম কোকেন জব্দ করে তারা।
জানা যায়, তার কাছে বেগুনী রঙের একটি লাগেজে বিশেষভাবে বানানো চেম্বারে লুকায়িত অবস্থায় স্কচটেপ দিয়ে মোড়ানো দুইটি পলিথিন প্যাকেটের ভিতর 'ক' শ্রেণীর মাদকদ্রব্য কোকেন ৬ কেজি ৮০০ গ্রাম।
উক্ত ব্যাগের কালো রঙের একটি বড় প্যাকেটে স্কচটেপ দিয়ে মোড়ানো পলিথিনে ভেতর একই প্রকারের কোকেন ১ কেজি। ব্যাগে আরোও ছোট ২টি প্যাকেটে লুকানো পলিথিনের মোড়ানো ২৫০ গ্রাম ও ৫০০ গ্রাম কোকেন পাওয়া যায়। সর্বমোট ৮ কেজি ৩০০ গ্রাম কোকেন পাওয়া যায়।
এই বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বাংলাবার্তাকে বলেন, এপিবিএন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ অভিযানে এক বিদেশি নাগরিকের কাছ থেকে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে । তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাবার্তা/এআর