আন্তর্জাতিক কাস্টমস দিবস। ছবি: বাংলাবার্তা
কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য আন্তর্জাতিক কাস্টমস দিবসে এনবিআরের ১৭ জন কর্মকর্তাসহ ৩ প্রতিষ্ঠানকে সম্মানিত করা হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) জাতীয় রাজস্ব ভবনে এক অনুষ্ঠানে তাদের কাজের স্বীকৃতি হিসেবে ‘সার্টিফিকেট অব মেরিট’ দেওয়া হয়।
কাজের জন্য গুরুত্বপূর্ণ অবদানে সম্মানিত হওয়া ১৭ কর্মকর্তারা হলেন: (১) চট্টগ্রাম কাস্টমস বন্ডের কমিশনার এ. কে. এম মাহবুবুর রহমান, (২) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদ-উজ-জামান, (৩) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাজিউর রহমান মিয়া, (৪) যুগ্ম পরিচালক এদিপ বিল্লাহ, (৫) ডেপুটি কমিশনার নিতীশ বিশ্বাস, (৬) সৈয়দ মোকাদ্দেস হোসেন, (৭) সাইদ আহমেদ রুবেল, (৮) অথেলো চৌধুরী, (৯) মিজ ফেরদৌসী মাহবুব, (১০) মিজ নাজমা জ্যাবিন, (১১) ডেপুটি কমিশনার মো. বায়জিদ হোসেন, (১২) সিস্টেম অ্যানালিস্ট মো. জাহিদুর রহমান, (১৩) রাজস্ব কর্মকর্তা মো. মিন্টু রহমান, (১৪) মো. ইরফান আলী, (১৫) সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শামছুদ্দোহা ভূঁইয়া, (১৬) মিজ নীলা ঘোষ (১৭) মো. আবদুল্লাহ আরমান।
তিন প্রতিষ্ঠানের নাম হল: (১) বিশ্ব ব্যাংক বাংলাদেশ অফিস, (২) কৃষি মন্ত্রণালয় (৩) ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার।
রাজস্ব ভবনে এই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ছিলেন প্রধান অতিথি। বিশেষ অতিথি এফবিসিসিআই প্রেসিডেন্ট মাহবুবুল আলম ও অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। সভাপতি হিসেবে ছিলেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
উল্লেখ্য, একশত ৮৫ টি দেশ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন এর (ডব্লিউটিও) সদস্য। ২০০৯ সাল থেকে এই দিবস পলিত হচ্ছে। এবারের কাস্টমস দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ হয়েছে ‘মিলে নবীন- পুরানো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন’।
বাংলাবার্তা/এআর