পররাষ্ট্রমন্ত্রী ও নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ছবি : সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। রোববার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেপালের রাষ্ট্রদূত এ সাক্ষাৎ করেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর সঙ্গে যোগাযোগ ও যাতায়াত বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, আমাদের উত্তরের সীমান্ত থেকে নেপাল মাত্র ৩৫ কিলোমিটার দূরে। ১ লাখ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনে সক্ষমতার সম্ভাবনার দেশ নেপালের সাথে ইতিমধ্যেই আমাদের বিদ্যুৎ আমদানি চুক্তি হয়েছে, এর ট্যারিফ নিয়ে আলোচনা চলছে।
বাংলাবার্তা/এআর