জাতীয় সংসদ ভবন (ছবি: বাংলাবার্তা)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৩টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। আর দলীয়ভাবে ১১টি আসনে জয়ী হয়ে সংসদে বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে জাতীয় পার্টি। নির্বাচনের পর সরকার গঠনের সকল প্রক্রিয়া শেষে আগামীকাল শুরু হচ্ছে দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন। নিয়ম অনুযায়ী অধিবেশন শুরুর আগে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকাল ৩টায় ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে সংসদে প্রথম অধিবেশন বসবে। এরপর অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। পরে সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। ভাষণে তিনি সরকারের সফলতা ও আগামীতে করণীয় বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা দেবেন। এই অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, দ্বাদশ সংসদ অধিবেশনকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। নিরাপত্তার স্বার্থে সংসদের টানেল ও ড্রাইভওয়েতে সব ধরণের গাড়ি রাখা নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে দর্শনার্থীদের মোবাইল বাইরে রেখে প্রবেশ করতে হবে। অধিবেশনের প্রথম দিনটিকে আরও সুন্দর করে তুলতে ইতোমধ্যে সংসদ ভবন এলাকায় ফুলসহ বিভিন্ন গাছ দিয়ে সাজানো হয়েছে। অধিবেশন চলাকালে অক্সিজেন সুবিধাসহ সার্বক্ষণিক একটি অ্যাম্বুলেন্স রাখতে বলা হয়েছে। এছাড়া অধিবেশন কক্ষে সংসদ সদস্যদের বসার চেয়ার, কক্ষের সব মাইক্রোফোন ঠিক আছে কি-না তা পরীক্ষা করা হয়েছে।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণে ২২৩টি আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। আওয়ামী লীগসহ বিভিন্ন দল থেকে প্রার্থী হওয়া স্বতন্ত্ররা পায় ৬২টি আসন। জাতীয় পার্টি পায় ১১টি আসন। ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এবং কল্যাণ পার্টি ১টি করে আসন পায়। পরে নির্বাচিত সংসদ সদস্যরা ১০ জানুয়ারি শপথগ্রহণ করেন। সর্বোচ্চ আসনে জয়ী হয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবার এবং পঞ্চমবারের মতো সংসদ নেতার দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে নবনিযুক্ত চীফ হুইপের নেতৃত্বে হুইপদের শুভেচ্ছা
মাত্র ১১টি আসনে জয়ী হওয়া জাতীয় পার্টি থাকবে সংসদে বিরোধী দলের ভূমিকায়। ইতোমধ্যে জাপা চেয়ারম্যান জিএম কাদেরকে সংসদের বিরোধী দলীয় নেতা এবং পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলীয় উপনেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সাথে জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নকে বিরোধী দলীয় প্রধান হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সচিবালয় সূত্রে জানা যায়, দ্বাদশ সংসদের প্রথম দিনের অধিবেশন উপলক্ষে এ দিন প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, কূটনীতিক, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা এবং ভিআইপিদের আত্মীয় স্বজনসহ ৫ শতাধিক অতিথি উপস্থিত থাকবেন। ইতোমধ্যে সংগৃহীত তালিকা চূড়ান্ত করে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এ দিন আমন্ত্রণপত্র ছাড়া কোনো অতিথিই সংসদ ভবনে প্রবেশ করতে পারবেন না।
বাংলাবার্তা/এসএ