ছবি: বাংলাবার্তা
কাতারে জিম টেলিভিশন (আল জাজিরা চিলড্রেনস চ্যানেল) এর উদ্যোগে কাতারে আয়োজিত তিজান আন নূর ইন্টারন্যাশনাল ২০২৪ হিফজুল কুরআন প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ মুশফিকুর রহমান। শুধুমাত্র ৯-১৩ বছর বয়সী শিশুরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে।
সোমবার (২৯ জানুয়ারি) প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার সকল পর্ব আল-জাজিরাতেও প্রচারিত হয়। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ৫০,০০০ কাতারি রিয়াল পেয়েছে।
হাফেজ মুশফিকুর রহমান আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত শায়েখ ক্বারী নাজমুল হাসানের ছাত্র। তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসা-এর ছাত্র।
মাদরাসার মুহতামিম শায়েখ ক্বারী নাজমুল হাসান জানান, হাফেজ মুশফিকুর রহমান আদর্শ ছাত্র। পড়াশোনায় পূর্ণ মনোযোগী। ভবিষ্যতে সে দেশের জন্য আরও পুরষ্কার নিয়ে আসবে।
পুরষ্কারপ্রাপ্ত হাফেজ মুশফিকুর রহমান তার অনুভূতি প্রকাশ করে বলেন, বিশ্বের বুকে দেশের সুনাম বয়ে আনতে পারায় উজ্জীবিত। দেশের সবার কাছে দোয়া চেয়েছেন। ভবিষ্যতে দীনের দায়ী হতে চান।
আরও পড়ুন: আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ অর্থসহ
আন-নুর আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার লক্ষ্য শিশুদের মধ্যে উচ্চতর ও নৈতিক মূল্যবোধের অর্জনে উদ্বুদ্ধ করা। পাশাপাশি আরবি ভাষার সঠিক ব্যবহার প্রচার এবং শিশুদের কুরআন অধ্যয়ন ও তেলওয়াতে উৎসাহিত করা।
উল্লেখ্য গেল বছর মুশফিকুর রহমান সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৩তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চতুর্থ বিভাগে চতুর্থ স্থান অর্জন করেছে। পুরস্কার হিসেবে সে পেয়েছিল এক লাখ ২০ হাজার সৌদি রিয়াল ও সম্মাননা পদক।
বাংলাবার্তা/জেডএইচ