সংসদে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন (ছবি: পিআইডি))
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আর্থিক খাতের সংস্কারের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় ও কঠোর পদক্ষেপ নিতে জোর দেন।
তিনি বলেন, "ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট দেখা দিলে এর প্রভাব আমাদের উপরও পড়বে। এ জন্য আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি থাকতে হবে।"
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনের ভাষণে তিনি এ জোরারূপ করেন।
যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য কৃষি খাতের উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখার আহবান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, উচ্চ-মূল্য ফসল উৎপাদনে গুরুত্ব দিয়ে রপ্তানি নিশ্চিত করার জন্য উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। কৃষিপণ্য সংরক্ষণাগার এবং কৃষি প্রক্রিয়াজাত শিল্প গড়ে তুলতে হবে।
বাংলাদেশের পণ্যসমূহ রপ্তানি বাজারে যাতে শুল্কমুক্ত সুবিধা পায় সে লক্ষ্যে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর ও কার্যকর করার ব্যবস্থা গ্রহণ প্রয়োজন বলেও রাষ্ট্রপতি তার ভাষণে উল্লেখ করেন।
আরও পড়ুন: ৪র্থ বারের মতো স্পিকার নির্বাচিত হলেন শিরীন শারমিন চৌধুরী
রাষ্ট্রপতি বলেন, দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি নতুন নতুন শ্রমবাজারের অনুসন্ধান করতে হবে যাতে দক্ষ শ্রমশক্তি রপ্তানি সম্ভব হয়।
ষড়যন্ত্র করে কেউ যাতে জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, কেউ যাতে আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করে মানুষের জানমাল ও জীবিকার ক্ষতিসাধন করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। সকল গুজব ও অপপ্রচারের বিষয়ে নজরদারি বৃদ্ধি করে জনগণকে সম্পৃক্ত রেখে যথাযথভাবে মোকাবিলা করার উপর জোর দেন তিনি। ফার্স্ট লেডি ড. রেবেকা সুলতানা ও রাষ্ট্রপতির সচিবগণ প্রেসিডেন্ট বক্সে বসে বক্তব্য অবলোকন করেন।
বাংলাবার্তা/এসএ