সায়মা ওয়াজেদ পুতুল (ছবি: সংগৃহীত)
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের দয়িত্ব গ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। আগামী ৫ বছরের জন্য তিনি আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এ দায়িত্ব গ্রহণ করবেন।
ডব্লিউএইচওর আঞ্চলিক কমিটির ৭৬তম অধিবেশনে সদস্য দেশগুলো ভোটের মাধ্যমে সায়মা ওয়াজেদকে এ পদে মনোনীত করা হয়। তিনি বিদায়ী আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিংয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ অটিজমে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন। তিনি একজন মানসিক বিশেষজ্ঞ। ডব্লিউএইচওর ১৯৪৮ সালে তৈরি করা এ পদে তিনি আঞ্চলিক বিভাগে অধিষ্ঠিত হবেন।
ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভোটগ্রহণে বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, থাইল্যাণ্ড, নেপাল, ইন্দোনেশিয়া, ভারত, শ্রীলঙ্কা ও তিমুর-লেস্তে অংশ নেয়। এতে সায়মা ওয়াজেদ পান ৮টি ভোট। তার বিপরীতে নেপালের মনোনীত ডা. শম্ভু প্রসাদ আচার্য্য পেয়েছেন ২টি ভোট।
আরও পড়ুন: সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক নির্বাচিত
২০১৯ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ ডব্লিউএইচওর মহাপরিচালকের অন্যতম উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে ২০১৭ সালে সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়ার অটিজম বিষয়ক শুভেচ্ছাদূত ছিলেন।
সায়মা ওয়াজেদ মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ব্যারি ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন ও ক্লিনিক্যাল সাইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
বাংলাবার্তা/এসএ