ছবি সংগৃহীত
সাগর-রুনি হত্যা মামলার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আসল দোষীকে চিহ্নিত করতে সময় লাগবে। যতদিন সময় লাগে, ততদিন সময় দিতে হবে। এতে যদি ৫০ বছর লাগে, ৫০ বছর সময় দিতে হবে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
সাগর-রুনি হত্যা মামলা নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই মামলাটি ব্যতিক্রম। এখানে অপরাধীকে ধরা যাচ্ছে না, তাই তদন্তও শেষ হচ্ছে না। পুলিশ যদি তদন্ত শেষ করতে না পারে তাহলে কি জোর করে তদন্ত শেষ করে চুড়ান্ত প্রতিবেদন দেওয়াটা কি ঠিক হবে? দোষীকে নির্ণয় করতে সময় দিতে হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: স্বাস্থ্যখাতে আস্থা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছি: স্বাস্থ্যমন্ত্রী
দ্রুত বিচার আইন ৫ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে স্থায়ী করা হচ্ছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ২০০২ সালে আইনটি করার পর, সাতক্ষীরা ও বাংলাদেশের অন্যান্য জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মী ও সংখ্যালঘুদের প্রতি অত্যাচার চালানো হয়েছে। যদি আওয়ামী লীগ সেই সময় আইনটির বিরোধিতা করে থাকে, আমার মনে হয় না সেটি খুব অন্যায় বা অযৌক্তিক হয়েছে।
বাংলাবার্তা/এসএ