সোনারবার। বাংলা বার্তা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৩ কোটি টাকার সোনাসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর ।
শনিবার (০৩ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক ফারহানা বেগম।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক এবং যুগ্মপরিচালকের নির্দেশনায়, শিফট ইনচার্জের নেতৃত্বে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল এয়ারপোর্ট বি-শিফটের কর্মকর্তারা সতর্কতামূলক অবস্থান গ্রহণ করে। পরে ০২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট (ইকে৫৮৪) ১০নং বোর্ডিং ব্রিজে সংযুক্ত হওয়ার পর ফ্লাইটের ২৬কে সিটের যাত্রী এম মাসুদ ইমামের ব্যাপারে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়।
পরে তার মানিব্যাগ থেকে ২৮টি সোনার বার ও একটি বড় আকারের স্বর্ণের কয়েন পাওয়া যায়। যার ওজন ৩ কেজি ২৪৮ গ্রাম ও ১টি স্বর্ণের কয়েন, যার ওজন ২৫০ গ্রাম । এর মোট ওজন ৩ কেজি ৪৯৮ গ্রাম। বাজার মূল্য তিন কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকা।
সেনার বারগুলো শুল্ক গুদামে জমা ও যাত্রীর বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাবার্তা/এআর