ছবি: বাংলাবার্তা
২ ঘন্টার বেশি সময় বন্ধ থাকার পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল। ১১০ বন্ধ থাকার পর বিকেল সাড়ে চারটার দিকে ফের স্বাভাবিক চলাচল শুরু হয়।
ভোল্টেজজনিত সমস্যার কারণে লম্বা সময় ধরে বন্ধ ছিল মেট্রোরেলের চলাচল।
মেট্রোরেল চলাচল বন্ধ থাকার বিষয়ে এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, এমআরটি লাইন-৬ এর পল্লবী সেকশনে ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে (ওসিএস) বৈদ্যুতিক তার জিরো ভোল্টেজ হওয়ায় প্রায় দুই ঘণ্টা ধরে মেট্রোরেল চলাচল বন্ধ থাকে।
এর আগে রোববার (৪ ফেব্রুয়ারি) ২টা ৪০ মিনিটে হুট করেই বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এ সময় ট্রেনে থাকা যাত্রীদের ভেতর ছড়িয়ে পড়ে আতঙ্ক।
ট্রেন চলাচল বন্ধ থাকায় মেট্রো স্টেশনে যাত্রীদের প্রবেশ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। যার ফলে ভোগান্তিতে পড়তে হয় অসংখ্য মানুষকে। তবে যারা স্টেশনে আগে থেকেই ছিলেন তারা সেখানেই ভেতরেই অবস্থান নিচ্ছিলেন।
বাংলাবার্তা/এনএ