ছবি: বাংলাবার্তা
মাঘের শেষে শৈত্যপ্রবাহ কেটে ধীরে ধীরে বাড়ছে দিন ও রাতের তাপমাত্রা। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের ৫ বিভাগে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নীলফামারিতে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকার আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আগামী ৭২ ঘন্টা আবহাওয়ার পূর্বাভাস :
সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীন নৌ পরিবহনে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সিলেট বিভাগের কোথাও কোথাও এবং ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অঞ্চলে মাঝারী থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীন নৌ পরিবহনে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অঞ্চলে মাঝারী থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীন নৌ পরিবহনে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। আর সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রী কমে যেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী পাঁচ দিন তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
বাংলাবার্তা/আরইউ