সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)
বিএনপি জামায়াতের ডাকা হরতাল-অবরোধে ড্রাইভার, হেলপার, পুলিশ, বিজিবি, শ্রমিক ও মুক্তিযোদ্ধাসহ বহু মানুষ হতাহত ও পঙ্গুত্ববরণ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৭ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্যের প্রশ্নের জবাবে এ তথ্য দেন প্রধানমন্ত্রী। এ দিন অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী।
সংসদে তিনি বলেন, গেল বছরের ২৮ অক্টোর থেকে বিএনপি-জামায়াত ও তাদের দোসররা হরতাল অবরোধের নামে সারা দেশে ৬০০টির বেশি যানবাহন ভাঙচুর করেছে। এরমধ্যে যাত্রীবাহী বাস রয়েছে ১৪৮টি, ট্রাক ৪৮টি, সিএনজিচালিত অটোরিকশা ৩টি, পিকআপভ্যান ১১টি, প্রাইভেটকার ৪টি, কাভার্ডভ্যান/মালবাহী লড়ি/কনটেইনার হলো ২৮টি। বিএনপি জামায়াতের এসব এসব নাশকতায় ১৩ জন মানুষ নিহত হয়েছেন।
আরও পড়ুন: দেশের নার্সিং সেক্টরকে বিশ্ব মানের করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী আরও বলেন, তাদের জনবিরোধী এসব আন্দোলনে ৫টি ট্রেনে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে যমুনা এক্সপ্রেস ট্রেন, ঢাকা কমিউটার ট্রেন, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন, বেনাপোল এক্সপ্রেস ট্রেন ও টাঙ্গাইল কমিউটার ট্রেন। এর বাহিরে ১৫টি মোটরসাইকেল, ৩টি লেগুনায় অগ্নিসংযোগ করা হয়।
বাংলাবার্তা/এসএ