লতিফকে গ্রেফতার। ছবি: বাংলাবার্তা
ঠিকাদার কাজিমুদ্দিনকে হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারী আব্দুল লতিফকে আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র্যাব-৪।বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকার আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় লিপি ডেইরী ফার্মের বিশ্রাম রুম থেকে ফার্মটির মালিক কাজিমুদ্দিনের (৫০) গলাকাটা লাশ উদ্ধার করে আইন-শৃঙ্খলা বাহিনী।
জানা যায়, লতিফ ভিকটিমের বড় ভাইয়ের ছেলে। লতিফের বাবা মৃত্যুবরণ করার পর থেকেই সে তার চাচাদের সাথে বসবাস করতো। লতিফের পৈত্রিক সম্পত্তি অংশীদারিত্ব নিয়ে কাজিমুদ্দিনের সাথে দীর্ঘ দিন যাবত বিরোধ চলছিল এবং প্রায় সময় তাদের মধ্যে বাকবিতন্ডা হতো।
গত ০৬ ফেব্রুয়ারি রাতে কাজিমুদ্দিন ডেইরী ফার্মে তার স্ত্রী ও সন্তান নিয়ে দেখতে আসে। পরে সে তার স্ত্রী ও সন্তানকে বাসায় পাঠিয়ে দিয়ে তিনি ডেইরি ফার্মের বিশ্রাম রুমে রাতে থাকার জন্য অবস্থান করে।
সেই রাতে লতিফ ডেইরী ফার্মে এসে পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে তার সাথে বাকবিতন্ডার জড়ায়। বাকবিতন্ডার একপর্যায়ে লতিফ উত্তেজিত হয়ে রুমে থাকা বটি নিয়ে কাজিমুদ্দিনের গলায় কোপ দিলে তার মৃত্যু হয়।
বাংলাবার্তা/এআর