ছবি: বাংলাবার্তা
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো সাদপন্থীদের এবারের ইজতেমা। ৫৭তম বিশ্ব ইজতেমার সাদপন্থীদের মোনাজাতে অংশ নিতে মানুষের ঢল নামে। আখেরি মোনাজাতে অংশ নেওয়া লাখো ধর্মপ্রাণ মুসল্লির ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাগ তীর।
রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১৭ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। মাওলানা সাদ কান্ধলবীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ আখেরি মোনাজাত পরিচালনা করেন। বেলা ১১টা ৪৩ মিনিটে শেষ হয় মোনাজাত।
আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহকাল ও পরকালের মুক্তি এবং দ্বীনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য দোয়া করেন। নিজের আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে সন্তুষ্টি অর্জনের আশায় উপস্থিত লাখ লাখ মুসল্লি দোয়া করেন।
মোনাজাতের সময় পুরো টঙ্গী এলাকা ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। তারা সবাই ইহলোকের মঙ্গল ও পরলোকের ক্ষমা প্রার্থনা করে সুখ ও সমৃদ্ধি চেয়েছেন।
এবারের ইজতেমার দ্বিতীয় পর্বে ৫৬টি দেশের ৬ হাজার ২৪৯ জন বিদেশি মেহমান অংশ নেন। এদের ভেতর আরবি ভাষাভাষীর ছিলেন ৪২৫ জন, ইংরেজি ২ হাজার ১২৪ জন, উর্দু ১ হাজার ৬৩০ জন ও অন্যান্য ভাষাভাষীর ২ হাজার ৭০ জন।
বাংলাবার্তা/জেডএইচ/এনএ