মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: সংগৃহীত)
ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতির সনদ নেওয়ার জন্য সবাইকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।
সভা শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
তিনি জানান, পণ্যের জিআই নিয়ে সংশ্লিষ্ট সবাইকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: কী কারণে নির্বাচন সুষ্ঠু হয়নি সেটা দেখাতে হবে : প্রধানমন্ত্রী
এছাড়া এদিন সকালে শিল্প মন্ত্রণালয়ের ৩টি জিআই পণ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন। জিআই পণ্যগুলো হলো- টাঙ্গাইলের শাড়ি, গোপালগঞ্জের রসগোল্লা এবং নরসিংদীর অমৃত সাগর কলা। শিল্প মন্ত্রণালয়ের এ ৩টি জিআই পণ্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
বাংলাবার্তা/এসএ