ছবি: বাংলাবার্তা
আসন্ন রমজানকে ঘিরে নিত্যপ্রয়োজনীয় কোনো দ্রব্য মজুতদারি বা কারসাজি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু)।
রোববার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমনের এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে এমন হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী।
সংসদে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা আশা করছি রমজানে নিরবিচ্ছিন্নভাবে খাদ্য সরবরাহ ভোক্তা পর্যায়ে নিশ্চিত করতে পারবো। এ বিষয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা আমাদের প্রথম কেবিনেটেই দিকনির্দেশনা দিয়েছেন। পরিবহন এবং বাজার ব্যবস্থাপনায় যেন কোনো ধরণের প্রতিবন্ধকতা না হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করতে কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সার্বক্ষণিক মনিটরিং করছে। এরপরও কেউ কোনো ধরণের মজুতদারি বা কারসাজি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আরও পড়ুন: পণ্যের জিআই নিয়ে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
সংসদ সদস্য সুমনের অন্য এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও বলেন, পেঁয়াজ ও চিনি ভারত থেকে রপ্তানি বন্ধ ছিল। রমজানকে সামনে রেখে এ দুটি পণ্যের বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করেছি। প্রতিবেশি দেশ হিসেবে তারা পেঁয়াজ ও চিনি রপ্তানির জন্য অনুমোদন দেবে বলে আশা করছি।
বাংলাবার্তা/এসএ