প্রধানমন্ত্রী শেখ হাসিনা (পুরনো ছবি)
বিএনপি জামায়াতের ধ্বংসাত্মক কর্মসূচিতে দেশের জাতীয় সম্পদ রক্ষায় আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের যে কোনো প্রয়োজনে দক্ষতার সঙ্গে এ বাহিনী দায়িত্ব পালন করছে বলেও জানান প্রধানমন্ত্রী।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে সফিপুর আনসার-ভিডিপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরও স্মার্ট ও আধুনিক করতে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, এ বাহিনীতে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করে দেওয়া হবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরও সতর্ক থাকতে হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: পণ্যের জিআই নিয়ে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
আনসার ও ভিডিপির ৪৪তম সমাবেশে যোগ দিতে এ দিন গাজীপুরের সফিপুরে সকাল ১০টা ৫ মিনিটে পৌছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ছাদখোলা জিপে প্যারেড পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আনসার বাহিনীর প্রধান আমিনুল হক।
বাংলাবার্তা/এসএ