সংবাদ সম্মেলনে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ (ছবি: সংগৃহীত)
আসন্ন রমজানে বাজারে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ এবং ১০ হাজার মেট্রিক টন চিনি রপ্তানি করবে বলে ভারত প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ এবং ১ লাখ মেট্রিন টন চিনি রপ্তানির জন্য দিল্লিকে অনুরোধ করেছেন বলেও জানান তিনি।
সোমবার (১২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বেশ কিছু ভোগ্যপণ্যের জন্য আমরা ভারতের উপর নির্ভরশীল। বিশেষ করে চিনি, ডাল, পেঁয়াজ এবং মসলা। এসব পণ্য রপ্তানির বিষয়ে ভারতের বাণিজ্যমন্ত্রীর সাথে আলোচনা করেছেন বলেও জানান তিনি।
আরও পড়ুন: রমজানের আগে পণ্য কারসাজিদের বিরুদ্ধে প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি
এর আগে ৯ ফেব্রুয়ারি ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়ালের সাথে বৈঠক করেন ড. হাছান মাহমুদ।
বাংলাবার্তা/এসএ