সাংবাদিকদের সাথে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ছবি: সংগহীত)
মিয়ানমারের কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বর্তমানে মিয়ানমারের ১২ লাখ রোহিঙ্গা আমাদের দেশে রয়েছে। এর বাহিরের মিয়ানমারের কোনো নাগরিককে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। কেউ আসতে চাইলে তকে ফেরত পাঠানো হবে বলে তিনি সাফ জানিয়ে দেন।
তিনি আরও বলেন, মিয়ানমারে আরাকান আর্মির সাথে তাদের বাহিনীর যদ্ধ চলছে। জীবন রক্ষার জন্য সে দেশের দুই একজন সেনা সদস্য আমাদের সীমান্ত দিয়ে ঢুকে পড়েছিল। কেউ অস্ত্রসহ আবার কেউ অস্ত্র ছাড়া। তবে আমাদের বিজিবি সদস্যরা তাদের অস্ত্রগুলো রেখে আটক অবস্থায় তাদেরকে রেখে দেয়।
আরও পড়ুন: ভারত ৩০ হাজার টন পেঁয়াজ-চিনি দিতে চায়: পররাষ্ট্রমন্ত্রী
এর মধ্যে আহতদের প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়। তাদেরকে সে দেশে পাঠানো নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের সাথে যোগাযোগ করেছে। আশা করি ২-১ দিনের মধ্যেই তাদেরকে ফেরত নেবে মিয়ানমার সরকার। আমাদের সঙ্গে তাদের কোনো যুদ্ধ নেই, আত্মরক্ষার জন্য এ দেশে ঢুকেছেন।
বাংলাবার্তা/এসএ