ছবি: বাংলাবার্তা
ফাল্গুন মাসের প্রথম দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের ৩ বিভাগে বৃষ্টি হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রংপুর ও রাজশাহী বিভাগে ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আর অন্যান্য স্থানে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আগামী ৭২ ঘন্টার আবহাওয়া পূর্বাভাস :
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রংপুর ও রাজশাহী বিভাগে ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আর অন্যান্য স্থানে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আর অন্য এলাকায় সামান্য কমতে পারে। এদিন সারাদেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিন শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এদিন সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাজশাহী ও রংপুর বিভাগে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর অন্যান্য স্থানে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে।
বাংলাবার্তা/আরইউ