ছবি: বাংলাবার্তা
এ বছর রমজান মাসে নিত্যপণ্যসহ অন্যান্য পণ্যের দাম বেঁধে দেওয়া হবে, আর যাতে কোনো পণ্যের সংকট না পড়ে সে জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের দেলদুয়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, এর আগে মন্ত্রীর নির্দেশে ৪ টি পণ্যের আমদানি শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে।
আহসানুল ইসলাম টিটু বলেন, ভারত আমাদের কাছে পেঁয়াজ ও চিনি রপ্তানি করতে রাজি হয়েছে৷ ভারতসহ পার্শ্ববর্তী অন্যান্য দেশ থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে কাজ করব।
দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন সহ-সভাপতি এস প্রতাপ মুকুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল ইসলাম মারুফসহ অনেকে।
বাংলাবার্তা/এআর