স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি : সংগৃহীত
দেশে সব অবৈধ স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান বন্ধ না করলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) কক্সবাজারের সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে ঝটিকা অভিযানে এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী হঠাৎ করে কক্সবাজার ২৫০ বেডের সরকারি সদর হাসপাতাল পরিদর্শন করেন।
এর আশপাশের বেশ কিছু বেসরকারি হাসপাতালে পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সেখানে অনিয়ম দেখতে পান। হাসপাতালটিতে আইসিইউ, সিটি স্ক্যান চিকিৎসা ব্যবস্থার অনুমোদন না থাকলেও সেখানে আইসিইউ ও সিটি স্ক্যান ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) মইনুল হোসেন এবং চট্টগ্রামের সিভিল সার্জন স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন।
বাংলাবার্তা/এআর