সাংবাদিকদের সাথে কথা বলছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু (ছবি: সংগৃহীত)
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে আমাদের প্রস্তুতি চলছে। আমাদের সবকিছু রমজানকে কেন্দ্র করে। যে তারিখে কারখানা থেকে তেল বের হবে, সেই তেলের বোতলে নতুন মূল্য মার্ক করা থাকবে। সেই দামেই ভোক্তা পর্যায়ে পণ্য বিক্রি হবে।
তিনি আরও বলেন, আগামী ২০ ফেব্রুয়ারি জাতীয় টাস্কফোর্সের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে তেলের দাম পুননির্ধারন করা হবে বলেও জানান তিনি।
রোববার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রতিমন্ত্রী আরও জানান, পণ্যে মূল্য তালিকা দেওয়ার পরও বাজার নিয়ন্ত্রণে আমাদের মনিটরিং থাকবে। যেদিন থেকে ঘোষণা করা হবে, সেদিন এমআরপি নির্ধারণ করে দেব। সেটা হচ্ছে, এমআরপি সর্বোচ্চ এত টাকায় বিক্রি হবে, এর বেশিতে কেউ বাজারে বিক্রি করতে পারবে না।
বাংলাবার্তা/এসএ