ছবি: আনাদোলুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় সংঘটিত ঘটনাগুলোকে ‘গণহত্যা’ বলে মন্তব্য করে নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিন্দা জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অবরুদ্ধ গাজাতে বেসামরিক মানুষের ওপর জুলুম-নির্যাতন বন্ধ করতে বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে। স্বাধীন রাষ্ট্র গঠনে জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়নে প্রয়োজনীতায় জোর দেওয়াসহ ১৯৬৭ সালে ফিলিস্তিন সীমানা নিয়ে জাতিসংঘের প্রস্তাব মেনে নেওয়ারও আহ্বান করেন। গাজাবাসীর জন্য বাংলাদেশ ত্রাণসামগ্রী পাঠিয়েছে বলে জানান তিনি।
এর আগে জার্মানির নিরাপত্তা সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রাশিয়া ও ইউক্রেনের মধ্যেকার যুদ্ধ বন্ধ করার উপায় খুঁজে বের করার আহ্বান জানান তিনি।
বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় বলেন, আমরা সব ধরনের যুদ্ধের বিরুদ্ধে। জেলেনস্কির সঙ্গে আলোচনার সময় কীভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা যায়, সে বিষয়েও তিনি বারবার আলোচনা করেছেন।
ড. হাছান মাহমুদ জানান, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গাজায় নিরপরাধ নারী-পুরুষের ওপর হামলা কীভাবে বন্ধ করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন।
বাংলাবার্তা/আরইউ