ছবি সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, একুশে ফেব্রুয়ারিতে শৃঙ্খলা ও পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে শহিদ মিনারে আসার অনুরোধ রইল। সকল নাগরিকের কাছে সহনশীল আচরণ প্রত্যাশা করে পুলিশ।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন শেষে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস ঘিরে এখন পর্যন্ত কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। তারপরও পুলিশ নিরাপত্তা হুমকি বিশ্লেষণ করে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।
ডিএমপি কমিশনার বলেন, বইমেলায় রয়েছে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা। সেখানে কন্ট্রোলরুম স্থাপন করে ক্যামেরার মাধ্যমে সব ধরনের সিকিউরিটি ইকুইপমেন্ট এবং সিকিউরিটি ইউনিট সেখানে কাজ করছে।
তিনি আরও বলেন, সিসিটিভি দ্বারা পুরো এলাকা আচ্ছাদিত থাকবে। বোম্ব ডিস্পোজাল টিম, সোয়াট টিম, ফায়ার সার্ভিস, মেডিকেল টিমসহ অন্যান্য টিম নিরাপদ দূরত্বে স্ট্যান্ডবাই থাকবে।
এছাড়াও শহীদ মিনার এলাকায় তল্লাশি ব্যবস্থা ও পেট্রলিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ড্রোন পেট্রলিং, মোবাইল পেট্রলিং এবং সাইবার পেট্রলিং এর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
আইন-শৃঙ্খলা ভঙ্গের মতো কোনো পরিস্থিতি তৈরি হলে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, যানজট নিয়ন্ত্রণ করতে কিছু কিছু জায়গায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। সাধারণত পলাশীর মোড় দিয়ে শহীদ মিনারে আসার রাস্তাটা রাখা হয়েছে এবং বাহির হওয়ার রাস্তাটাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। যা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।
বাংলাবার্তা/আরইউ