নির্বাচন ভবন। ছবি: বাংলাবার্তা
দ্বাদশ সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টির বিপরীতে জমা পড়া সব প্রার্থীর মনোনয়নপত্রের বৈধতা দিলো নির্বাচন কমিশন।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রার্থীদের উপস্থিতিতে যাচাই-বাচাই শেষে মনোনয়নপত্রগুলো বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মুনিরুজ্জামান তালুকদার।
নিয়ম অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। এই সময়ের মধ্যে যদি কেউ প্রার্থিতা প্রত্যাহার না করে তাহলে নির্দিষ্ট সময়ের পরই ঘোষণা হবে নির্বাচিতদের নাম। ভোট হবে আগামী ১৪ মার্চ।
উল্লেখ্য, আ.লীগ ৪৮ জনের মনোনয়ন জমা দিয়েছে। এর মধ্যে স্বতন্ত্র ও ১৪ দলেরও সদস্য। জাতীয় পার্টি দুইজন প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছে।
বাংলাবার্তা/এআর