সিআইডির সংবাদ সম্মেলন। ছবি: বাংলাবার্তা
পারিবারিকসহ বিভিন্ন সমস্যা সমাধানের নামে প্রতারণার দায়ে ‘দরবেশ বাবা’ পরিচয়ে ১৯ জন প্রতারককে গ্রেফতার করেছে-সিআইডি।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বলেন, আমেনা খান নামের এক চিকিৎসকের পরিচয় হয় দরবেশ বাবার। ঘটনা ২০২৩ সালের। ওই সময় পারিবারিক নানা সমস্যায় ভেঙে পড়েছিলেন আমেনা। তাই পরিত্রাণ পেতে দ্বারস্থ হন দরবেশ বাবার কাছে। দরবেশ বাবা সুযোগে ভুক্তভোগী নারীর কাছ থেকে হাতিয়ে নেন ২৫ লাখ টাকা।
মোহাম্মদ আলী মিয়া বলেন, প্রতারণা বিষয়টি বুঝতে পেরে গত ৭ নভেম্বর রাজধানীর খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী।
পরে মামলার সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তের এক পর্যায়ে রোববার (১৮ ফেব্রুয়ারি) চক্রের মূলহোতা আশিকুর রহমানকে মাগুরা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেরাণীগঞ্জ থেকে এই চক্রের আরও ১৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
সবার বাড়ি ভোলা জেলায়।
বাংলাবার্তা/এআর