করোনা ভাইরাস (ছবি: সংগৃহীত)
দেশে আবারও বাড়ছে মহামারী করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ৫৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। তবে এতে কারও মৃত্যু হয়নি।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪০ শতাংশ।
এই পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৭ হাজার ৯৪০ জন। এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৮৬ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ৯১ জন।
বাংলাবার্তা/এসএ