ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। ছবি: বাংলাবার্তা
২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার (ডিআইটিএফ) শেষ দিন আজ। গত মাসের রোববার (২১ জানুয়ারি) দুপুর ১২টা ৫ মিনিটে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মেলায় প্রবেশ ফি ধরা হয়েছে বড়দের জন্য ৫০ টাকা, শিশুদের জন্য ২৫ টাকা।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।
১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এ মেলা শেরেবাংলানগরে হতো। ২০২১ সালে করোনা মহামারির কারণে মেলাটি হয়নি। এরপর ২০২২ সালে প্রথমবার পূর্বাচলে বিবিসিএফইসিতে মেলার আয়োজন করা হয়।
এবার তৃতীয়বারের মতো স্থায়ী ভেন্যু বাংলাদেশ-চীন এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। বাণিজ্যমেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, হংকং, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ অংশ নেয়।
বাংলাবার্তা/এআর