প্রধানমন্ত্রী। ছবি: বাংলাবার্তা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাতৃভাষার অধিকার আদায়ে সংগ্রাম গড়ে তুলেছিলেন এবং তাঁর পথ বেয়েই আমাদের স্বাধিকার এসেছে। গোয়েন্দা প্রতিবেদনে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান উঠে এসেছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক-২০২৪’ অনুষ্ঠানে এ কথা বলেন।
আরও পড়ুন>>‘একুশে পদক-২০২৪’ নিলেন দুই প্রতিষ্ঠান ও ১৯ জন
প্রধানমন্ত্রী বলেন, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। সেসময়ে তাঁর জেলে থাকার কথাটা অনেকে বলে বেড়ান। কিন্তু আন্দোলন গড়ার কারণেই তিনি জেলে ছিলেন। গোয়েন্দা প্রতিবেদনে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান উঠে এসেছে। আমরা সে সময়কার গোয়েন্দাদের প্রতিবেদন নিয়ে বই বের করেছি।
তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। পুরো পৃথিবীতে ভাষা দিবস পালন করে। বিভিন্ন দেশের হারিয়ে যাওয়া মাতৃভাষা সংরক্ষণ ও গবেষণার জন্য আমরা একটি ইনস্টিটিউট করেছি।
বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আজ কয়েকজনকে একুশে পদক দিতে পেরে আমরা আনন্দিত, গর্বিত।
তিনি আরও বলেন, আমাদের সমাজে অনেক গুণী আছেন। একসঙ্গে সবাইকে দেওয়া সম্ভব না। তবে ত্যাগী এ সকল মানুষকে খুঁজে বের করা সমাজের উচ্চ শ্রেণির দায়িত্ব।
উল্লেখ্য, আজ (২০ ফেব্রুয়ারি) ২ প্রতিষ্ঠান ও ১৯ বিশিষ্ট জনের হাতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক-২০২৪ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে পদকপ্রাপ্তদের ১৮ ক্যারেট স্বর্ণের তৈরি ৩৫ গ্রাম ওজনের একটি করে পদক, চার লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।
বাংলাবার্তা/আরইউ