আহনাফ তাহমিন আয়হাম। ছবি: বাংলাবার্তা
গত কয়েক মাস আগে সুন্নতে খতনায় মৃত্যুর রেশ কাটতে না কাটতে ফের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আর এ ঘটনায় ২ চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে ঢাকার হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আওলাদ হোসেন বলেন, সুন্নতে খতনা করাতে গিয়ে শিশু আহনাফ তাহমিন আয়হাম মৃত্যুর ঘটনায় মামলা করেছেন শিশুটির বাবা। ডা. এস এম মুক্তাদিরসহ ৩ জনের নাম উল্লেখ করে মোট ৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন তিনি।
আওলাদ হোসেন বলেন, জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়েছে। আর ২ চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে।
এর আগে স্বজনরা অভিযোগ করেন, লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার কথা থাকলেও তারা ফুল অ্যানেস্থেসিয়া দিয়েছে। যে কারণে আহনাফের আর জ্ঞান ফেরেনি।
উল্লেখ্য, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টায় আহনাফকে সুন্নতে খতনা করাতে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। এর এক ঘন্টা পর শিশুকে তারা মৃত ঘোষণা করে ।
বাংলাবার্তা/এআর