প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল ডিভাইস দেখে অনুবাদ করা হয়। এভাবে অনুবাদ করতে গিয়ে অনেক সময় ভাষার বিকৃতি হয়ে যায়। সে দিকে খেয়াল রাখা উচিত।
বুধবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৪ দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আমরা যেহেতু রক্ত দিয়ে মাতৃভাষা অর্জন করেছি। সারাবিশ্বে মাতৃভাষা সংরক্ষণ ও গবেষণায় জোর দিতে হবে। ভাষার ওপর পড়াশোনা করলে অনেক মানুষ ও জাতি সম্পর্কে জানা যায়। মাতৃভাষা জানার ফলে নিজের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানা যায়। তবে কর্মক্ষেত্রের জন্য একাধিক ভাষা শিখতে হয়। আমাদের ছেলে-মেয়েরা অনেক মেধাবী। তারা একাধিক ভাষা শিখতে পারে।
শুদ্ধভাবে বাংলা বলতে অসুবিধা কী- এমন প্রশ্ন রেখে সরকার প্রধান বলেন, কিছু কিছু পরিবার হঠাৎ টাকার মালিক হয়ে গেলে, তারা মনে করে ইংরেজি ভাষায় কথা বললেই স্মার্ট। অনেকে দেশি ভাষা পরিত্যাগ করার মতো অবস্থায় চলে যায়।
বাংলাবার্তা/এসএ