শাহজালাল বিমানবন্দরে ২ কেজি সোনা উদ্ধার করে এনএসআই-কাস্টমস-এপিবিএন। ছবি: সংগৃহীত
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযান পরিচালনা করে ২ কেজি ১০৪ গ্রাম সোনার বারসহ ৪ যাত্রীকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস।
আটককৃতরা হলেন, আব্দুল কাদির (৪১), মো. জুয়েল হোসেন (৩৪), ইব্রাহিম খলিল (৪০) ও খোরশেদ আলম (৪২)।
বুধবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে বিমানবন্দরে সন্দেহভাজন যাত্রীদের তল্লাশি করে এই চারজনকে গ্রেফতার করা হয় বলে বাংলাবার্তাকে নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
তিনি জানান, গতকাল (২১ ফেব্রুয়ারি) ভোরে দুবাই থেকে আসা একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর এনএসআই- এপিবিএন ও কাস্টমসের একটি যৌথ অপারেশন টিম গ্রিন চ্যানেল এবং এর বাইরে কড়া নজরদারী ছিলো। এসময় ৪ যাত্রীকে সনাক্ত করে সোনার বারের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে যাত্রীরা অস্বীকার করে।
জিয়াউল হক আরও জানান, অতপর সকল সংস্থার প্রতিনিধিদের সামনে যাত্রীদের তল্লাশি করা হলে তাদের প্রত্যেকের কাছে ৩১৬ গ্রাম করে ভেজা স্বর্ণের পাউডার, ১টি করে গোল্ড বার ১১৬ গ্রাম এবং ৯৪ গ্রাম করে স্বর্ণের অলংকার পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকা।
তিনি জানান,আটক যাত্রীদের মধ্যে মো. জুয়েল হোসেন পটুয়াখালী জেলার বাসিন্দা, ইব্রাহিম খলিল এবং আব্দুল কাদির মুন্সিগঞ্জের বাসিন্দা এবং খোরশেদ আলম গাজিপুরের বাসিন্দা। আটক যাত্রীদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
বাংলাবার্তা/এসজে/এআর/আরইউ