স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (পুরনো ছবি)
বিএনপি নেতাদের জামিন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিচারক মনে করছেন তাদের জামিন দিতে হবে, তাই তাদের জামিন দিয়েছেন। এখানে আমাদের কিছুই বলার নেই এবং করারও নেই।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বিএনপি তো নির্বাচনে অংশগ্রহণ করেনি। তাই তারা নিজেদের বিরোধীদল দাবি করতে পারে না। অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলগুলোর মতোই তারাও একটি রাজনৈতিক দল।
মিয়ানমারের কাউকে বাংলাদেশে আর ঢুকতে দেওয়া হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের দেশের সংকটকালে আমরা রোহিঙ্গদের আশ্রয় দিয়েছি। তাদের ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমার সরকারকেও বলেছি। অন্যান্য দেশকেও অনুরোধ করেছি। নতুন করে কাউকে বাংলাদেশের সীমান্ত দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না।
বাংলাবার্তা/এসএ